আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শুটার কলির বহিষ্কার প্রত্যাহার চায় নৌবাহিনী

স্পোর্টস রিপোর্টার

শুটার কলির বহিষ্কার প্রত্যাহার চায় নৌবাহিনী

‘কোড অব কন্ডাক্ট’-এর কারণ দেখিয়ে শুটার কামরুন নাহার কলিকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে এবং কলির কারণ দর্শানোর নোটিসের জবাব শুটিং ফেডারেশনকে দিয়েছে কলির নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী।

জবাবের চিঠিতে নৌবাহিনী বলেছে, কলি জাতীয় পর্যায়ের শুটার। তার ৪টি স্বর্ণ, একটি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক রয়েছে। এ ছাড়া ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সর্বোচ্চ স্কোরধারী শুটার কলি। এছাড়া বাংলাদেশের একমাত্র ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট, নারী ইভেন্টে সর্বোচ্চ স্কোরধারী ও অলিম্পিক বৃত্তিপ্রাপ্ত শুটার তিনি। শুটিং থেকে তার বহিষ্কার দেশের ক্রীড়াঙ্গনে প্রভাব ফেলবে। এই উদীয়মান খেলোয়াড়ের জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রশিক্ষণে ফেরানোর জন্য ফেডারেশনকে অনুরোধ জানায় নৌবাহিনী।

বিজ্ঞাপন

অন্যদিকে, কারণ দর্শানোর নোটিসে কলি বলেছেন, কোড অব কন্ডাক্ট মেনে নেওয়া মানে মৌলিক অধিকার হরণ হতে পারে না। ন্যায়বিচার চাওয়া, অন্যায়ের প্রতিবাদ করা মানে শৃঙ্খলা ভঙ্গ নয়। জিএম হায়দার সাজ্জাদ নারী কেলেঙ্কারিতে বিতর্কিত লোক। এমন সত্যতা পাওয়ায় তাকে কমিটি থেকে প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন কলি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: