অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

হংকংকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২: ১৬
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২: ৫৫
জোড়া গোলদাতা দ্বীন ইসলাম- ছবি: বাহফে

এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারল বাংলাদেশের যুবারা। জোড়া গোলন করেন দ্বীন ইসলাম। অপর গোলটি করেন অমিত হাসান। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ম্যাচটি হবে ৫ জুলাই।

চীনের দাঝুতে পুল ‘এ’র ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। ফিল্ড গোল করেন দ্বীন ইসলাম। ছয় মিনিট পর পেনাল্টি কর্নার (পিসি) থেকে স্কোর লাইন ২-০ করেন তিনি। দুই গোলে এগিয়ে যাওয়ার পর উজ্জীবিত বাংলাদেশের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারেনি হংকং। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরো একটি গোল পায় বাংলাদেশ। লক্ষ্যভেদ করেন অমিত। তবে জোড়া গোলদাতা দ্বীন ইসলাম ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

পুল ‘এ’তে হংকং ছাড়া বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলংকা ও পাকিস্তান। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত