আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্করাম ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

মার্করাম ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে উড়ে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এইডেন মার্করামের ঝড়ো ব্যাটিংয়ের ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রোস্টন চেজের দল।

ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৭৩ রান। সেই রান স্বাগতিকরা পেরিয়ে যায় ১৩ বল হাতে রেখেই। ম্যাচে ৪৭ বলে ৯ চার ও তিন ছক্কায় ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্করাম। এছাড়াও ২৮ বলে ৪৪ রান করেন প্রিটোরিয়াস। রিকেলটন করেন দুই চার ও এক ছক্কায় ৩২ বলে ৪০ রান। সব ছাপিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হলেন ২৫ রানে তিন উইকেট নেওয়া জর্জ লিন্ডা।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ বলে ৩৯ রানের উদ্বোধনী জুটির পরও দ্রুত কয়েকটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৯ বলে ১৩ রান করেন জনসন চার্লস, ১৬ বলে ২৭ ব্র্যান্ডন কিং। টিকতে পারেননি শেরফেন রাদারফোর্ড। ১১ রানের মধ্যে বিদায় নেন এ তিনজন। এক পর্যায়ে উইন্ডিজের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৯৫। সেখান থেকে ৫০ বলে ৭৪ রানের জুটিতে দলকে লড়াইয়ের মতো পুঁজি এনে দেন শিমরন হেটমায়ার (৪৮) ও রভম্যান পাওয়েল (২৯)। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচ হবে আজ বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৭৩/৭ (হেটমায়ার ৪৮, পাওয়েল ২৯*, কিং ২৭; লিন্ডা ৩/২৫, বশ ২/৩৫)।

দক্ষিণ আফ্রিকা : ১৭.৫ ওভারে ১৭৬/১ (প্রিটোরিয়াস ৪৪, মার্করাম ৮৬*, রিকেলটন ৪০*; চেইস ১/৩১)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০তে এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ : জর্জ লিন্ডা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন