আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। এরপর অপেক্ষায় ছিল নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের। বিকালে নেদারল্যান্ডস জিতে যাওয়ার পরই নিশ্চিত হয় বাংলার মেয়েদের মূল পর্বে খেলা। বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। নারী টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে থাইল্যান্ড ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৬ রান করতে পারে।
গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য গতিতে ছোটা বাংলাদেশ সুপার সিক্সের টেবিলে এখন সবার ওপরে। তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিগারদের। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট এখানে যোগ হয়েছে। এ মুহূর্তে বাংলাদেশের রানরেট ১.১৫০; তাদের চেয়ে ভালো রানরেট শুধু তিন ম্যাচে চার পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের (১.৩৫৬)। সুপার সিক্সের সেরা চারটি দল সুযোগ পাবে এ বছর জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে।
আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। দ্রুত ফেরেন শারমিনও। এরপর জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ৮২ বলে ১১০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দল। জুয়াইরিয়া ৪৫ বলে চার ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা ৪২ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। শেষদিকে রিতু মনির ছয় বলে ১৫ রানের ‘ক্যামিও’তে স্কোরবোর্ডটা সমৃদ্ধ হয়।
জবাবে ইনিংসের প্রথম বলেই থাই ওপেনারকে সাজঘরে পাঠান মারুফা। ১০ ওভার শেষে এক উইকেটে ৬১ রান তুললেও রানরেটে পিছিয়ে ছিল থাইল্যান্ড। ফলে শেষ পাঁচ ওভারে ৭৫ রানের সমীকরণ মেলাতে পারেনি। মারুফা ২৫ রানে তিনটি এবং রিতু ও স্বর্ণা নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫, শারমিন ১১; পুত্থাওয়াং ৩/২২, ওনিচা ২/২৯)।
থাইল্যান্ড : ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০, কোনচারোয়নকাই ২৯; মারুফা ৩/২৫, রিতু ২/২০, স্বর্ণা ২/২১)।
ফল : বাংলাদেশ ৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা : সোবহানা মোস্তারি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

