চ্যাম্পিয়নস লিগে জমজমাট এক রাত দেখা গেল। তাতে হেরেও প্লে-অফের টিকিট কেটেছে রিয়াল। মাদ্রিদের দলটিকে ৪-২ গোলে হারিয়ে মার্শেইকে বিদায় করে ২৪তম হয়ে নকআউট প্লে–অফে বেনফিকা। আর হেরে রিয়াল নবম হয়ে জায়গা পেল নকআউট প্লে–অফেই। যেখানে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও।
৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম হয়েছে রিয়াল। ১৪ পয়েন্ট নিয়ে দশে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা জয় পেলে সরাসরি শেষ ষোলোতে জায়গা পেত। ঘরের মাঠে ইংলিশ ক্লাব নিউক্যাসলের সঙ্গে ড্র করেছে পিএসজি।
এদিকে, চমক দেখিয়ে নকআউট প্লে–অফে উঠে গেছে নরওয়ের বোডো/গ্লিমট। অ্যাটলেটিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়েছে ক্লাবটি। কাইরাত আলমাতিকে হারিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে আর্সেনাল। লিভারপুল ৬–০ গোলে হারিয়েছে কারাবাগকে।
সরাসরি শেষ ষোলোতে (শীর্ষ ৮)
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
নকআউট প্লে–অফে (৯ থেকে ২৪)
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, লেভারকুসেন, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগা, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিমট ও বেনফিকা
বাদ পড়েছে যারা
মার্শেই, পাফোস, ইউনিয়ন সেঁ–জিলোয়াস, পিএসভি আইন্দহফেন, বিলবাও, নাপোলি, কোপেনহেগেন, আয়াক্স, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।
একনজরে ফল
পিএসজি ১-১ নিউক্যাসল
ম্যান সিটি ২-০ গালাতাসারাই
লিভারপুল ৬-০ কারাবাগ
ডর্টমুন্ড ০-২ ইন্টার মিলান
বার্সেলোনা ৪-১ কোপেনহেগেন
আর্সেনাল ৩-২ কাইরাত
লেভারকুসেন ৩-০ ভিয়ারিয়াল
অ্যাটলেটিকো ১-২ বোডো/গ্লিমট
বেনফিকা ৪-২ রিয়াল মাদ্রিদ
ফ্রাঙ্কফুর্ট ০-২ টটেনহাম
ব্রুগা ৩-০ মার্শেই
পিএসভি ১-২ বায়ার্ন
আয়াক্স ১-২ অলিম্পিয়াকোস
নাপোলি ২-৩ চেলসি
মোনাকো ০-০ জুভেন্টাস
ইউনিয়ন ১-০ আতালান্তা
বিলবাও ২-৩ স্পোর্তিং সিপি
পাফোস ৪-১ স্লাভিয়া প্রাগ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

