
ঢাবির তিন শিক্ষার্থীর কোরআন অবমাননা, প্রশাসন নিরব!
ইসলাম, কোরআন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এবং মা আয়েশাকে অবমাননা করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। তিন জন হলেন মেহতাজুর রহমান (আইবিএ-২১), তাসনিয়া ইসলাম (আইবিএ-২১) এবং আবরার ফাইয়াজ (সিএসই-২১)। তিন জনই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।



