
ব্যবসায়ীদের এক হাত নিলেন গভর্নর
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো পাপেটের (পুতুল) মতো আচরণ করেছে। আপনারা ঠিক হলে দেশের অর্থনীতিও ঠিক হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো পাপেটের (পুতুল) মতো আচরণ করেছে। আপনারা ঠিক হলে দেশের অর্থনীতিও ঠিক হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট।

গভর্নর আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ভবিষ্যতে দেশে অন্তত দুটি বড় ও শক্তিশালী ইসলামী ব্যাংক গড়ে উঠবে, যারা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমানতকারীদের ভালো রিটার্ন দেবে।

বরিশালের একটি স্থানীয় হোটেলে বৃহস্পতিবার বিকেলে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।