
সার সংকট ও মড়কে বিপাকে চা-চাষিরা
তীব্র সার সংকটের সঙ্গে চা-পাতায় নতুন মড়কে দিশাহারা হয়ে পড়েছেন পঞ্চগড়ের সমতলের চা-চাষিরা। বেড়েছে উৎপাদন খরচও। গত মৌসুমের তুলনায় দাম ভালো মিললেও তার বড় অংশই চলে যাচ্ছে উৎপাদন খরচে। নানা সংকটের মধ্যেও এবার রেকর্ড পরিমাণ উৎপাদনের আশা চা বোর্ডের। চায়ের উৎপাদন দুই কোটি কেজি ছাড়িয়ে যাওয়ার আশা করছেন


