
আইপিএল নিলামে নাম দিতে দ্বিতীয়বার ভাববেন তানজিম
বিশ্বের সব ক্রিকেটারই মনের কোণে লালন করেন আইপিএলে খেলার স্বপ্ন। তানজিম হাসান সাকিবের মধ্যেও ছিল সেই সুপ্ত বাসনা। কিন্তু মোস্তাফিজুর রহমান আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে বাদ পড়ায় তারকা এই পেসারের সেই চিন্তায়ও এসেছে বদল।




