'তাকে দায়িত্ব নিতে হবে'

শামীমের ব্যাটিং নিয়ে আশাহত অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮: ০০
এমন ব্যাটিংয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়------ ছবি: বিসিবি

পাওয়ার প্লেতে চার উইকেট হারায় বাংলাদেশ। সেখানেই মূলত নিশ্চিত হয়েছে বাংলাদেশের হার। ১৬৬ রানের লক্ষ্যে বাংলাদেশের ইনিংস থামে ১৪৯ রানে। এমন ম্যাচে হারের পর তানজিম সাকিব জানান মিডল অর্ডারের ব্যাটারদের একটু দায়িত্ব নেওয়ার দরকার ছিল। তার দাবি, মিডল অর্ডারের ব্যাটারদের ভুলেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে ব্যাটারদের কেন এই ব্যর্থতা সেটা নিয়ে অবশ্য কোনো কথা বলেননি তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের ১৬ রানে হারের দিনে ২৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের আশা জাগান তানজিম সাকিব। শেষ পর্যন্ত হারের ওই আফসোসকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় তাকে।

দলকে জেতাতে না পারার যে আক্ষেপ ছিল তার মধ্যে, সঙ্গে ছিল মিডল অর্ডারের উপর ক্ষোভ। এ নিয়ে সাকিব বলেন, ‘মিডল অর্ডার ব্যাটসম্যান আরেকটু রেসপনসিবিলিটি নিতে পারতো—যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপনসিবিলিটি নিলে গেমটা যদি আরেকটু ডিপে নিয়ে যেতো, তাহলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো।’

মিডল অর্ডারের ব্যর্থতা কেন? সেই ব্যাখ্যা অবশ্য দেননি সাকিব। তার কথায়, ‘এটা আসলে ব্যাটসম্যানরা ভালো এক্সপ্লেইন করতে পারবে। উত্তরটা আসলে আমার কাছে নেই, টু বি ভেরি অনেস্ট।’

মিডল অর্ডারের খানিকটা ক্ষোভ আছে অধিনায়ক লিটন দাসেরও। ছক্কা হাঁকাতে গিয়ে আউট হওয়া শামীম পাটোয়ারীর ওপর ক্ষোভ ঝেড়ে পুরস্কার বিতরণীর মঞ্চে লিটন বলেন, ‘শামীমের ব্যাটিং নিয়ে আমি আশাহত। তার এটা (শট খেলা নিয়ে) নিয়ে চিন্তা করা উচিত ছিল। আপনি সব সময় ব্যাটিং উপভোগ করতে পারবেন না। আপনাকে দায়িত্ব নিতে হবে।’

এমন হারের পর তানজিম হাসান সাকিবের এখন লক্ষ্য পরের ম্যাচ জয় নিশ্চিত করা। এ নিয়ে তিনি জানান, আমরা পরের ম্যাচে জয়ের জন্য খেলব। আর ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সংবাদ সম্মেলনে আসা রভম্যান পাওয়েল বলেন, ‘আমরা শেষ দুই ওভারে চেষ্টা করেছি। এটা দিয়ে আমরা সাফল্য পেয়েছি।’ নিজেদের ব্যাটিং নিয়ে যেমন কথা বলেছেন, ঠিক তেমনি প্রশংসা করেছেন নিজ দলের বোলারদের। এ নিয়ে তিনি বলেন, ‘ওরা (বোলাররা) কঠিন সময়ে উইকেট নিয়েছে। এটা দারুণ ব্যাপার।’ এই জয়ের পর সিরিজ নিজেদের করে নেওয়ার ব্যাপারে আশাবাদী পাওয়েল। টানা ৭ সিরিজ হারের রেকর্ড নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

এ নিয়ে তার ভাষ্য, ‘১-০ ব্যবধানে এগিয়ে আছি। এটা আমাদের জন্য সুযোগ তৈরি করেছে। আমরা আশাবাদী আমরা সিরিজ জিততে পারব।’ তবে তিনি স্বীকার করেও নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে জয় পাওয়ার পথটা মোটেও সহজ নয় তাদের জন্য। এ নিয়ে পাওয়েল বলেন, ‘বাংলাদেশ বিশেষ করে ঘরের মাঠে কঠিন দল। তাদেরকে হারানো সহজ কোনো কাজ হবে না।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত