
'তাকে দায়িত্ব নিতে হবে'
শামীমের ব্যাটিং নিয়ে আশাহত অধিনায়ক
পাওয়ার প্লেতে চার উইকেট হারায় বাংলাদেশ। সেখানেই মূলত নিশ্চিত হয়েছে বাংলাদেশের হার। ১৬৬ রানের লক্ষ্যে বাংলাদেশের ইনিংস থামে ১৪৯ রানে। এমন ম্যাচে হারের পর তানজিম সাকিব জানান মিডল অর্ডারের ব্যাটারদের একটু দায়িত্ব নেওয়ার দরকার ছিল।




