৬০ রানের জয়ে টিকে রইল মেয়েরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৯: ১২
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৩: ১৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হতো বাংলাদেশ নারী দলকে। সে কাজটাই করে দেখাল নিগার সুলতানা জোতির দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৬০ রানের জয় তুলে নিয়েছে তারা।

দুই ম্যাচ শেষে ১-১ সমতায় থাকল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি রূপ নিলো অলিখিত ফাইনালে।

বিজ্ঞাপন

জিতলেও ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশ নারী দলের। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় সফরকারীরা। বড় পুঁজি না পাওয়ার ব্যর্থতা বোলিং দিয়ে পুষিয়ে দেয় বাংলাদেশ। নাহিদা আক্তার, ফাহিমা, রাবেয়া খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলে শেমেইন ক্যাম্পবেল। ১৬ রান আসে হ্যালি ম্যাথিউসের ব্যাট থেকে। ১৫ রান করেন এলিয়া অ্যালেন। ৩১ রানের বিনিময়ে তিন উইকেট নেন নাহিদা। ম্যাচসেরার পুরষ্কার জেতেন তিনি। এছাড়া ফাহিমা ও রাবেয়ার শিকার দুটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন জোতি। বাকিদের ব্যর্থতার দিনে ৬৮ রানের মূল্যবান ইনিংস খেলেন অতিথিদের দলপতি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সোবহানা মোস্তারি। স্বর্না আক্তার করেন ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রানে চার উইকেট নেন কারিশমা রামহারাক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত