
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তা’মীরুল মিল্লাতে ‘স্ট্যান্ড ফর হাদি’
এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, হাদি, হাদি; ‘উই ওয়ান্ট জাস্টিস; ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; ‘স্ট্যান্ড ফর হাদি, স্ট্যান্ড ফর জাস্টিস’—ইত্যাদি স্লোগান স্লোগানে পুরো মাদরাসা ক্যাম্পাস মুখরিত করে তুলেন।





