
৫৫ বছরেও চিহ্নিত হয়নি স্বরূপকাঠীর অধিকাংশ বধ্যভূমি
১৯৭১ সালের ২৬ মে থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আলবদর, আল শামস, রাজাকার ও পিস কমিটির বরর্বরতায় গণহত্যার বধ্যভূমিগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশই অরক্ষিত। সরকারি তালিকায় ১০টি বধ্যভূমির ৬টির কোনো সীমানা প্রাচীর নেই।
