
ব্রাহমা গরুর নানা কথা
অনেকে ব্রাহমা গরুকে (Brahman cow) দেশি গরু মনে করেন। কিন্তু এ ধারণা ঠিক নয়। একটি পরিণত বয়স্ক ব্রাহমা গরু ৮০০ কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি ব্রাহমা বাছুর দৈনিক প্রায় ৫০০ গ্রাম করে ওজন বাড়ে।
