
ইসরাইল থাকায় এবার ইরোভিশন বর্জনের ঘোষণা পর্তুগিজ শিল্পীদের
গানের প্রতিযোগিতা ইউরোভিশনে ইসরাইলের অংশগ্রহণ ঘোষণার পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ইতোমধ্যে ইসরাইল থাকায় ইউরোপের পাঁচ দেশ ইউরোভিশন ২০২৬ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। এর সাথে যোগ দিয়েছেন সাবেক ইউরোভিশন বিজয়ীরা। তারা তাদের ট্রফি ফেরত দিচ্ছেন। এবার প্রত্যাহারের তালিকাকে লম্বা করছে পর্তুগিজ



