আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইল থাকায় এবার ইরোভিশন বর্জনের ঘোষণা পর্তুগিজ শিল্পীদের

আমার দেশ অনলাইন
ইসরাইল থাকায় এবার ইরোভিশন বর্জনের ঘোষণা পর্তুগিজ শিল্পীদের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

গানের প্রতিযোগিতা ইউরোভিশনে ইসরাইলের অংশগ্রহণ ঘোষণার পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ইতোমধ্যে ইসরাইল থাকায় ইউরোপের পাঁচ দেশ ইউরোভিশন ২০২৬ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। এর সাথে যোগ দিয়েছেন সাবেক ইউরোভিশন বিজয়ীরা। তারা তাদের ট্রফি ফেরত দিচ্ছেন। এবার প্রত্যাহারের তালিকাকে আরো লম্বা করতে ঘোষণা দিয়েছেন পর্তুগালের ১৭ সঙ্গীতশিল্পী।

বিজ্ঞাপন

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এসেছে, পর্তুগালের জাতীয় সঙ্গীতশিল্পী নির্বাচনি অনুষ্ঠান ফেস্টিভাল দা ক্যানকাওতে ১৭ জন পর্তুগিজ সঙ্গীতশিল্পী জানিয়েছেন, ইউরোভিশন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হলেও তারা সেখানে প্রতিনিধিত্ব করতে অস্বীকৃতি জানাবেন। ইসরাইলের বিতর্কিত অংশগ্রহণের প্রতিবাদে তারা একটি বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শব্দ এবং গানের মাধ্যমে, আমরা আমাদের সম্ভাবনা নিয়ে কাজ করি। আমরা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার বিষয়টি মেনে নিতে পারি না।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘২০২২ সালে রাজনৈতিক কারণে রাশিয়াকে ইউরোভিশনে নিষেধাজ্ঞা দিলেও, আমরা অবাক হয়েছি যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানো ইসরাইলের ক্ষেত্রে একই অবস্থান নেওয়া হয়নি।’

তবে এর জবাবে, পর্তুগালের পাবলিক ব্রডকাস্টার আরটিপি বলেছে, ‘বিবৃতিতে অংশ নেয়া শিল্পীদের সিদ্ধান্ত ব্যক্তিগত। আরটিপি আবারো ফেস্টিভ্যাল দা ক্যানকাও আয়োজন করবে এবং ২০২৬ সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতায় পর্তুগালের অংশগ্রহণ পুনরায় নিশ্চিত করবে।

অন্যদিকে পর্তুগালের একমাত্র ইউরোভিশন বিজয়ী সালভাদোর সোব্রাল সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে আরটিপির অবস্থানের সমালোচনা করেছেন। তিনি আরটিপি অবস্থানকে রাজনৈতিক কাপুরুষতা বলে অভিযোগ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন