ইউরোভিশনে ইসরায়েলের অন্তর্ভুক্তির পর থেকে বিতর্ক যেন থামছেনই না। ইতোমধ্যে পাঁচ দেশ ইউরোভিশন বর্জন করেছে। বিতর্কের মাত্রা আরো তীব্র করতে ইউরোভিশন চ্যাম্পিয়ন্স ট্রফি ফেরত দিয়েছেন বিজয়ীরা। ফেরত দেয়ার এই তালিকাতে নতুন নাম লেখালেন ১৯৯৪ সালের ইউরোভিশন বিজয়ী আয়ারল্যান্ডের গায়ক চার্লি ম্যাকগেটিগান।
তিনি ইউরোভিশনে ইসরাইলের অন্তর্ভুক্তির প্রতিবাদে সুইস গায়ক নিমোর সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন। ম্যাকগেটিগান বলেছেন, ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে তিনি গত বছরের চ্যাম্পিয়ান সুইস গায়ক নিমোর সাথে প্রতীকী পদক্ষেপ হিসেবে তার ট্রফিটিও ফিরিয়ে দেবেন।
ম্যাকগেটিগান তার সহকর্মী আইরিশ গায়ক পল হ্যারিংটনের সাথে যৌথভাবে প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন।
সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ম্যাকগেটিগান বলেছেন, তিনি ইউরোভিশনের আয়োজনকারী ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নের (ইবিইউ) কাছে ট্রফিটি পাঠানোর পরিকল্পনা করছেন।
তিনি বলেন, ২০২৪ সালের ট্রফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করার জন্য নিমো অনলাইনে তার সাথে যোগাযোগ করেছিলেন।
এদিকে হ্যারিংটন জানিয়েছেন, ‘তারা (ম্যাকগেটিগান ও নিমো) আন্তরিক এবং অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি হিসেবে পরিচিত, তারা তাদের বক্তব্য খুব ভালোভাবে তুলে ধরেছেন, তাই নিমোর সমর্থনে, আমিও আমার ট্রফিটি ইবিইউ -তে ফিরিয়ে দিতে চাই।’
তিনি আরো বলেন,‘দুর্ভাগ্যবশত আমার ট্রফিটি এখন আমাদের হাতের কাছে নেই, তবে আমি যদি এটি খুঁজে পাই, তাহলে আমি আমার ট্রফিটিও ফিরিয়ে দেব।’
গত সপ্তাহে ইসরাইলের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর, পাঁচটি দেশের সম্প্রচারকরা প্রতিযোগিতা থেকে সরে আসার ঘোষণা দেন। দেশগুলো হল- আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া এবং স্পেন।

