
পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।







