
উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণে নেশাখোর ৪ ছেলের অত্যাচার সইতে না পেরে থানায় মামলা করতে বাধ্য হয়েছেন এক মা। শনিবার মতলব দক্ষিণ থানায় সন্তানদের বিরুদ্ধে মামলা করেন তিনি। তার নাম হোসনেয়ারা বেগম, বাড়ি উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের ওজি বাড়ীর মোখলেসুর রহমানের চার ছেলে পারভেজ (৩৫), রফিক (৩২), কাউসার (২৮) ও রাসেল (২০) গাজা ও ইয়াবা সেবন করে। তারা এগুলোর কারবারের সাথেও জড়িত। প্রতিদিনই এই ছেলেরা নেশা করার পর বাবা-মাকে মারধর করে।
২১ অক্টোবর মোখলেসুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগমকে তার ছেলে রাসেল ও কাউসারকে ইয়াবা সেবনে বাধা দেন। এতে ছেলেরা তাকে ব্যাপক মারধর করে। পরে হোসনেয়ারার ভাই আক্কাস তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
৪ সন্তানের জননী হোসনেয়ারা বেগম বলেন, আমার চার সন্তানই আমাদের ভরণপোষণ দেয় না। নেশা করে আমাদের ওপর অত্যাচার করে। ওই দিন আমার ছেলে কাউসার আমাকে অনেক মারধর করেছে। অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে থানায় মামলা দিয়েছি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

চাঁদপুরের মতলব দক্ষিণে নেশাখোর ৪ ছেলের অত্যাচার সইতে না পেরে থানায় মামলা করতে বাধ্য হয়েছেন এক মা। শনিবার মতলব দক্ষিণ থানায় সন্তানদের বিরুদ্ধে মামলা করেন তিনি। তার নাম হোসনেয়ারা বেগম, বাড়ি উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের ওজি বাড়ীর মোখলেসুর রহমানের চার ছেলে পারভেজ (৩৫), রফিক (৩২), কাউসার (২৮) ও রাসেল (২০) গাজা ও ইয়াবা সেবন করে। তারা এগুলোর কারবারের সাথেও জড়িত। প্রতিদিনই এই ছেলেরা নেশা করার পর বাবা-মাকে মারধর করে।
২১ অক্টোবর মোখলেসুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগমকে তার ছেলে রাসেল ও কাউসারকে ইয়াবা সেবনে বাধা দেন। এতে ছেলেরা তাকে ব্যাপক মারধর করে। পরে হোসনেয়ারার ভাই আক্কাস তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
৪ সন্তানের জননী হোসনেয়ারা বেগম বলেন, আমার চার সন্তানই আমাদের ভরণপোষণ দেয় না। নেশা করে আমাদের ওপর অত্যাচার করে। ওই দিন আমার ছেলে কাউসার আমাকে অনেক মারধর করেছে। অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে থানায় মামলা দিয়েছি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসাগুলো আনা হয়েছে বলে
৩২ মিনিট আগে
জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ঢাকার একটি চক্রের মাধ্যমে দুটি ডিভাইসসহ পরীক্ষায় বসেছিলেন। যোগাযোগ ডিভাইসের অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়েছিল, প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন।
৩৭ মিনিট আগে
বিজিবি ও বিএসএফের মধ্যে শনিবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের গেদে-৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নিজ নিজ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগে
মামলার এজাহার ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, মুসলিহুল উম্মাহ মাদানী মাদ্রাসার শিক্ষক মো. ওয়াসিম মাঝ মাঝেই শিশু শিক্ষার্থীকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করত। অক্টোবর মাসের ১৫ তারিখে প্রথম শ্রেণির এক শিশু মাদ্রাসায় যেতে চায়নি। এ বিষয়ে তার মা বার বার জানতে চায়। পরে শিশুটি কান্না করে ওই শি
২ ঘণ্টা আগে