
রামগড়ে দাদি ও ফুপুকে হত্যাকারী সাইফুল আটক
ঘটনার দিন আসা সাইফুল তার দাদি আমেনা খাতুনের (৮৮) বাড়িতে এসে টাকা চায়। এ সময় দাদি ও ফুপু রাহেনা আক্তার (৪০) তাকে গালমন্দ করে। রাত গভীর হলে সাইফুল দাদির ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুপু রাহেনা আক্তারকে গলা কেটে হত্যা করে।

