আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামগড়ে দাদি ও ফুপুকে হত্যাকারী সাইফুল আটক

উপজেলা প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)

রামগড়ে দাদি ও ফুপুকে হত্যাকারী সাইফুল আটক

রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলায় ২১ আগস্ট নিজ শয়নকক্ষে খুন হন মা ও মেয়ে। ঘটনার ৬ দিনের মাথায় খুনি সাইফুল ইসলামকে (৩৫) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা থেকে আটক করে পুলিশ। আসামি ভিকটিমদের নাতি ও ভাতিজা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঘটনার দিন আসা সাইফুল তার দাদি আমেনা খাতুনের (৮৮) বাড়িতে এসে টাকা চায়। এ সময় দাদি ও ফুপু রাহেনা আক্তার (৪০) তাকে গালমন্দ করে। এরপর সাইফুল না খেয়ে দাদির ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে সাইফুল দাদির ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুপু রাহেনা আক্তারকে গলা কেটে হত্যা করে। পরে দাদিকেও একইভাবে হত্যা করে সে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন