
মায়ের মমতায় লালন সুবিধাবঞ্চিত শিশুদের
পূবালী পাড়ার মা পঞ্চাশোর্ধ্ব আখতার বানু। সমাজের এতিম, বাবা-মায়ের যত্নবঞ্চিত, ঝুঁকিতে থাকা পরিবারহারা শিশুদের প্রতিপালন করেন তিনি। ২৬ বছর ধরে আদর-যত্ন, মমতা ও ভালোবাসা দিয়ে বড় করে তুলছেন শিশুদের। তার সন্তানরা অনেকে আজ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত।

