আমার দেশ অনলাইন
রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের সর্বস্ব লুটের ঘটনায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতিও উদ্ধার করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—আল আমিন, আসলাম এবং এর আগে গ্রেপ্তার হওয়া কবির।
ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ভোর ৬টার দিকে ছাতা হাতে এক ব্যক্তি শ্যামলী ২ নম্বর রোডের কাজী অফিসের দিক থেকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিনজনকে বহনকারী একটি মোটরসাইকেল এসে তার গতিরোধ করে। মোটরসাইকেল থেকে নেমেই এক ছিনতাইকারী ভুক্তভোগীর সামনে গিয়ে চাপাতি বের করে ভয় দেখায়। অন্যরা মোটরসাইকেল ইউটার্ন নিয়ে সামনে এসে দাঁড়ায়।
হেলমেট পরা দুইজন এবং একজন খালি গায়ে থাকা ছিনতাইকারী মিলে ভুক্তভোগীর কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ড, এমনকি জামা ও জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা জানান, তিনি ধামরাইয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং শ্যামলীতে বসবাস করেন। ঘটনার দিন সকালে তিনি সাভারের উদ্দেশে রওনা দেন। শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পৌঁছাতেই তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে সব কিছু লুটে নেয়।
এই ঘটনায় শ্যামলী থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিবি বলছে, ভিডিও বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাকি জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের সর্বস্ব লুটের ঘটনায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতিও উদ্ধার করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—আল আমিন, আসলাম এবং এর আগে গ্রেপ্তার হওয়া কবির।
ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ভোর ৬টার দিকে ছাতা হাতে এক ব্যক্তি শ্যামলী ২ নম্বর রোডের কাজী অফিসের দিক থেকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিনজনকে বহনকারী একটি মোটরসাইকেল এসে তার গতিরোধ করে। মোটরসাইকেল থেকে নেমেই এক ছিনতাইকারী ভুক্তভোগীর সামনে গিয়ে চাপাতি বের করে ভয় দেখায়। অন্যরা মোটরসাইকেল ইউটার্ন নিয়ে সামনে এসে দাঁড়ায়।
হেলমেট পরা দুইজন এবং একজন খালি গায়ে থাকা ছিনতাইকারী মিলে ভুক্তভোগীর কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ড, এমনকি জামা ও জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা জানান, তিনি ধামরাইয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং শ্যামলীতে বসবাস করেন। ঘটনার দিন সকালে তিনি সাভারের উদ্দেশে রওনা দেন। শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পৌঁছাতেই তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে সব কিছু লুটে নেয়।
এই ঘটনায় শ্যামলী থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিবি বলছে, ভিডিও বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাকি জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৪ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে