শ্যামলীতে যুবকের সর্বস্ব লুট: চাপাতিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৩: ৪৮

রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের সর্বস্ব লুটের ঘটনায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতিও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—আল আমিন, আসলাম এবং এর আগে গ্রেপ্তার হওয়া কবির।

ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ভোর ৬টার দিকে ছাতা হাতে এক ব্যক্তি শ্যামলী ২ নম্বর রোডের কাজী অফিসের দিক থেকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিনজনকে বহনকারী একটি মোটরসাইকেল এসে তার গতিরোধ করে। মোটরসাইকেল থেকে নেমেই এক ছিনতাইকারী ভুক্তভোগীর সামনে গিয়ে চাপাতি বের করে ভয় দেখায়। অন্যরা মোটরসাইকেল ইউটার্ন নিয়ে সামনে এসে দাঁড়ায়।

হেলমেট পরা দুইজন এবং একজন খালি গায়ে থাকা ছিনতাইকারী মিলে ভুক্তভোগীর কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ড, এমনকি জামা ও জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা জানান, তিনি ধামরাইয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং শ্যামলীতে বসবাস করেন। ঘটনার দিন সকালে তিনি সাভারের উদ্দেশে রওনা দেন। শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পৌঁছাতেই তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে সব কিছু লুটে নেয়।

এই ঘটনায় শ্যামলী থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিবি বলছে, ভিডিও বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাকি জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত