
সিনেমায় অভিনয়ে ভয় সাফার
ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির। এক দশকের বেশি সময় ধরে নাটকে কাজ করলেও সিনেমায় দেখা মেলেনি তাকে। সমসাময়িক বা জুনিয়র অনেকেই নাম লেখালেও এই অভিনেত্রীর নাকি সিনেমায় ভয় কাজ করে। সম্প্রতি রাজধানীর গুলশানে এক আয়োজনে অংশ নিয়ে এমনটাই জানান সাফা কবির।



