
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস
প্লেট পর্বে বাংলাদেশের হার
জয়ের জন্য ৩ বলে হংকংয়ের প্রয়োজন ছিল ১৭ রান। কিন্তু স্বাগতিক ব্যাটসম্যানদের সামাল দিতে পারেননি আকবর আলী। বাংলাদেশ অধিনায়কের করা তিন বলেই ছক্কা হাঁকিয়ে হাতের মুঠোয় থাকা জয় কেড়ে নিয়েছেন আইজাজ খান। একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও। ছক্কা বৃষ্টির মাঝেই আকবর দেন আবার দুটি ওয়াইড।

