হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস

প্লেট পর্বে বাংলাদেশের হার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১: ৩৪

জয়ের জন্য ৩ বলে হংকংয়ের প্রয়োজন ছিল ১৭ রান। কিন্তু স্বাগতিক ব্যাটসম্যানদের সামাল দিতে পারেননি আকবর আলী। বাংলাদেশ অধিনায়কের করা তিন বলেই ছক্কা হাঁকিয়ে হাতের মুঠোয় থাকা জয় কেড়ে নিয়েছেন আইজাজ খান। একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও। ছক্কা বৃষ্টির মাঝেই আকবর দেন আবার দুটি ওয়াইড। সব মিলিয়ে শেষ ওভারে ৫ ছক্কাসহ ৩২ রান খরচ করে বাংলাদেশ হার মেনেছে ১ উইকেটে।

বিজ্ঞাপন

সিক্স-এ-সাইড টুর্নামেন্ট হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের ম্যাচটি ছিল প্লেট পর্বের ফাইনাল। কোয়ার্টার ফাইনালে হার মানায় চার দলের মধ্যে স্থান নির্ধারণীর এই ম্যাচে হংকংয়ের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টস হেরে বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১২০ রান। আকবরের ব্যাট থেকে ১৩ বলে আসে ৫১ রানের ক্যামিও ইনিংস। ৭ ছক্কা ও ১ বাউন্ডারিতে ইনিসংটি সাজিয়ে ধরেন ড্রেসিংরুমের পথ।

লক্ষ্য তাড়া করতে নেমে হংকংয়ের হয়ে আইজাজ খান ২১ বলে খেলেছেন ৮৫ রানের হার না মানা দারুণ এক ইনিংস। ছক্কা হাঁকিয়েছেন ১১টি আর চার ৪টি। তাতে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে জয়ের উল্লাসে মাতে হংকং।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত