আবারও একসঙ্গে আরজু-আঁচলএর আগে জাফর আল মামুনের নির্দেশনায় একটি সিনেমাতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল। এবার তারা দু’জন একসঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।০৮ সেপ্টেম্বর ২০২৫
নতুন আয়োজনে ফিরছে জনপ্রিয় গান ‘বিয়াইন সাব’২০০২ সালে শাবনুর-ফেরদৌস অভিনীত ‘প্রেমের জ্বালা’ সিনেমার জনপ্রিয় একটি গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে গাওয়া এই গানটি এখনও বিভিন্ন অনুষ্ঠানে বাজতে শোনা যায়।০১ সেপ্টেম্বর ২০২৫