নতুন আয়োজনে ফিরছে জনপ্রিয় গান ‘বিয়াইন সাব’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৯
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৬

২০০২ সালে শাবনুর-ফেরদৌস অভিনীত ‘প্রেমের জ্বালা’ সিনেমার জনপ্রিয় একটি গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে গাওয়া এই গানটি এখনও বিভিন্ন অনুষ্ঠানে বাজতে শোনা যায়। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবার দুই দশকের বেশি সময় পর নতুন আয়োজনে ফিরছে গানটি।

২৩ বছর পর সেই আলোচিত গানটি নতুন রূপে ফিরছে। অনুপম মিউজিকের ব্যানারে তৈরি নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামালাইকুম বিয়াইন সাব গানের প্রথম দুই লাইন। নতুন গানটির শিরোনাম ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

বিজ্ঞাপন

নতুন সংস্করণের গানটি গেয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন সৈয়দ অমি। সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। সম্প্রতি এফডিসিতে এক ঝাঁক নৃত্যশিল্পীর অংশগ্রহণে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানের ভিডিও শুটিং হয়েছে।

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘আগের গানটির জনপ্রিয়তা মাথায় রেখে সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে গানটি। কোরাস অংশে রাখা হয়েছে আগের গানের দুই লাইন। পূজা উপলক্ষ্যে বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি। আশা করছি আগের গানের মতো এই গানটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।’

সেট থেকে দুজনের একটি ছবি শেয়ার করে ফেসবুকে অমি জানান, সফলভাবে ভিডিওর শুটিং শেষ হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে এটি প্রকাশ পাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত