আসল শাবনূরের আইডি ভেরিফায়েড
গত ১৫ বছর ধরেই ফেসবুকে শাবনূরের নামে অসংখ্য প্রোফাইল ও পেইজ রয়েছে। এরই মধ্যে ফেসবুকের ব্লু টিক মার্ক পেয়েছে একটি নকল পেইজ!
শাবনূর ছিলেন নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা। সময়ের পরিক্রমায় তিনি ঢালিউড থেকে দূরে, যাপন করছেন অন্য একটি জীবন। অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। তবে এখনো তার ভক্তরা তার অভিনীত সিনেমা দেখতে চান।
দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। একটা সময় তাঁর নামেই হল ভরে যেত। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করলেও গত বছর হঠাৎ করেই অভিনয়ে ফেরার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে।