দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। একটা সময় তাঁর নামেই হল ভরে যেত। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করলেও গত বছর হঠাৎ করেই অভিনয়ে ফেরার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে।
গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার শুটিংয়েও অংশ নেন তিনি, যা তাঁর প্রত্যাবর্তনের প্রজেক্ট হিসেবে পরিচিত। মে মাসে সিনেমার শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। এরপর কেটে গেল ১৪ মাসেরও বেশি সময়।
প্রথম ধাপের শুটিং শেষে শাবনুর জানিয়েছিলেন, নিজেকে আরও একটু প্রস্তুত করে বাকি অংশের শুটিংয়ে ফিরবেন তিনি। ‘রঙ্গনা’র বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল গত ৮ আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে ওই সময় দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী।
অস্ট্রেলিয়া থেকে তিনি জানিয়েছিলেন, ‘এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই। দেশের এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরব। তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব।’
এমন অবস্থায় ছড়িয়ে পড়ে গুঞ্জন—শাবনূর নাকি সম্মানী নিয়ে অসন্তুষ্ট, তাই নির্মাতাকে সময় দিচ্ছেন না। বলা হয়, নির্মাতা আরাফাত হোসাইন নাকি তাঁর সঙ্গে দেওয়া কথা রাখেননি। তবে শাবনূর নিজেই বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
ফেসবুকে ওই অভিনেত্রী লেখেন, ‘আমার সিনেমা-সম্পর্কিত কোনো খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না এবং অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হবেন না।‘
নতুন করে শ্যুটিং শুরুর প্রসঙ্গে নির্মাতা আরাফাত হোসাইন বলেন, ‘দ্বিতীয় লট শুটিংয়ের আগে কিছু প্রস্তুতির প্রয়োজন ছিল, তাই বিরতি। এখন সব প্রস্তুতি সম্পন্ন। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন, তারপর শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। গরম পড়ছে প্রচুর। এটি কমলে শুটিংয়ের কথা ভাবব। শাবনূর আপুর সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। তার সন্তানের স্কুল বন্ধের ব্যাপার রয়েছে। সবকিছু পজিটিভ আছে। আশা করছি, ডিসেম্বরেই আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করব।’
চলচ্চিত্রটিতে শাবনূরের পাশাপাশি রয়েছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশার প্রমুখ। থাকছে তিনটি মৌলিক গান—লিখেছেন কবির বকুল, সুর ও কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গল্প লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন তন্ময় মুক্তাদির।

