আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবারও একসঙ্গে আরজু-আঁচল

বিনোদন রিপোর্টার
আবারও একসঙ্গে আরজু-আঁচল

এর আগে জাফর আল মামুনের নির্দেশনায় একটি সিনেমাতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল। এবার তারা দু’জন একসঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

বিজ্ঞাপনটিতে কাজ করা নিয়ে আরজু বলেন, ‘আঁচলের সঙ্গে এর আগে একটি সিনেমাতে অভিনয় করেছিলাম। ক্যামেরার সামনে আঁচল সবসময়ই ভীষণ প্রাণবন্ত এবং ন্যাচারাল। যে কারণে তার সঙ্গে কাজ করতেও ভীষণ ভালোলাগে। বিজ্ঞাপনটিতে কাজ করেও যথারীতি ভীষণ ভালোলাগলো। নির্মাতা পাপন বেশ যত্ন করেই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’

বিজ্ঞাপন

এর আগে জাফর আল মামুনের নির্দেশনায় ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করেছেন আরজু ও আঁচল। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঢাকাই সিনেমায় রাজু আহাম্মেদের ‘ভুল’ সিনেমার মধ্যদিয়ে অভিষেক হয় আঁচলের। এরপর বেইলি রোড, জটিল প্রেম, কী প্রেম দেখাইলা, প্রেম প্রেম পাগলামী, কিস্তিমাত, স্বপ্ন যে তুই, সুলতানা বিবিয়ানা, আজব প্রেম, আড়াল, মাফিয়া, রাগী সিনেমায় অভিনয় করেন।

২০০৭ সালে হাছিবুল ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মধ্যদিয়ে ঢাকাই সিনেমায় আরজুর অভিষেক হয়। এতে তার বিপরীতে ছিলেন মুক্তি। এরপর তাকে ‘বাজাও বিয়ের বাজনা’, ‘প্রেম বিষাদ’,‘ অবুঝ প্রেম’, ‘হেড মাস্টার’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ আরো বেশ কিছু সিনেমাতে অভিনয়ে দেখা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন