আগেকার দিনে যখন কোনো ব্যক্তিকে কোনো তথ্য দিতে হতো, তখন চিঠির মাধ্যমে পৌঁছানোই ছিল একমাত্র অবলম্বন, যার উত্তর পেতে অপেক্ষা করতে হতো অনেক দিন। কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেটের আবির্ভাবের পর থেকে তা হয় না, এখন সবকিছু বদলে গেছে।
অপরিচিত প্রেরকের মেইলে থাকা ক্লিক করাটাও ঝুঁকির কারণ। বর্তমান ডিজিটাল যুগে আমাদের ইনবক্সে প্রতিনিয়ত ভেসে আসে অসংখ্য অপ্রয়োজনীয় ই-মেইল। বিরক্তিকর এসব মেইল বন্ধ করতে অনেকেই ‘আনসাবস্ক্রাইব’ বাটনে ক্লিক করেন।