অপরিচিত মেইল আনসাবস্ক্রাইব করলেও বিপদ

তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১৬: ১০
আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬: ১২

অপরিচিত প্রেরকের মেইলে ক্লিক করাটাও ঝুঁকির কারণ। বর্তমান ডিজিটাল যুগে আমাদের ইনবক্সে প্রতিনিয়ত ভেসে আসে অসংখ্য অপ্রয়োজনীয় ই-মেইল। বিরক্তিকর এসব মেইল বন্ধ করতে অনেকেই ‘আনসাবস্ক্রাইব’ বাটনে ক্লিক করেন।

কিন্তু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অপরিচিত প্রেরকের মেইলে থাকা এ বাটনে ক্লিক করাটা হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিএনএস ফিল্টারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা টিকে কিয়ানিনি জানান, এসব ক্লিকের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদ পরিবেশ থেকে সরাসরি অনিরাপদ ও ক্ষতিকর ওয়েবসাইটে চলে যেতে পারেন।

বিজ্ঞাপন

গবেষণায় দেখা গেছে, প্রতি ৬৪৪টি ‘আনসাবস্ক্রাইব’ ক্লিকের মধ্যে অন্তত একটি ক্লিক ক্ষতিকর সাইটে নিয়ে যায়। অপরাধীরা অনেক সময় ‘আনসাবস্ক্রাইব’ লিংককে ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা যাচাই করার উপায় হিসাবে ব্যবহার করে। এতে ভবিষ্যতে আরও বেশি স্প্যাম পাঠানো হয় বা ফিশিং হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আনসাবস্ক্রাইব করতে হলে ই-মেইল অ্যাপ বা ওয়েবমেইলের নিজস্ব ‘আনসাবস্ক্রাইব’ অপশন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। না হলে সন্দেহজনক মেইল সরাসরি স্প্যাম হিসাবে চিহ্নিত করুন বা প্রেরককে ব্লক করে দিন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত