প্রতিনিধি, শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বেলা ৩টায় শুরু হওয়া এ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে বিকাল ৫টায় শেষ হয়। প্রশাসন জানিয়েছে, আগামী সোমবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।
এ সময় ‘প্রশাসন রিমেম্বার, শাকসু ইন নভেম্বর’, ‘শাকসু নিয়ে টালবাহানা, চলবে না’, ‘উই ওয়ান্ট শাকসু’, ‘শাকসুর রোডম্যাপ, দিতে হবে”, ‘শাকসু চাই, শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
অবস্থানের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বলেন, ভিসি স্যার বর্তমানে ঢাকায় ছুটিতে আছেন। আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করেছি এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন, আগামী সোমবার ঢাকা থেকে এসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। এছাড়া ওই দিনই নির্বাচন কমিশন গঠন করা হবে।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
এর আগে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানিয়েছিলেন, শাকসু নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে অক্টোবরের শেষভাগে এসেও নির্বাচন কমিশন গঠন না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা বাড়ছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বেলা ৩টায় শুরু হওয়া এ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে বিকাল ৫টায় শেষ হয়। প্রশাসন জানিয়েছে, আগামী সোমবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।
এ সময় ‘প্রশাসন রিমেম্বার, শাকসু ইন নভেম্বর’, ‘শাকসু নিয়ে টালবাহানা, চলবে না’, ‘উই ওয়ান্ট শাকসু’, ‘শাকসুর রোডম্যাপ, দিতে হবে”, ‘শাকসু চাই, শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
অবস্থানের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বলেন, ভিসি স্যার বর্তমানে ঢাকায় ছুটিতে আছেন। আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করেছি এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন, আগামী সোমবার ঢাকা থেকে এসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। এছাড়া ওই দিনই নির্বাচন কমিশন গঠন করা হবে।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
এর আগে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমে জানিয়েছিলেন, শাকসু নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে অক্টোবরের শেষভাগে এসেও নির্বাচন কমিশন গঠন না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা বাড়ছে।
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৫ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৬ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
৭ ঘণ্টা আগে