আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় ফাহাদ-মনন

স্পোর্টস রিপোর্টার

ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় ফাহাদ-মনন

আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান জোন ৩.২-এ চ্যাম্পিয়ন হয়ে এ ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করেন মনন।

বিজ্ঞাপন

অপরদিকে ২০২৪ সালের দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ দাবা ফেডারেশনের মনোনয়নে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় অংশ নিচ্ছেন ফাহাদ।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার প্রথম রাউন্ডেই কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছেন দুই বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার।

ফাহাদ খেলবেন ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভ্যাসিল ইভানচুকের বিপক্ষে এবং মনন খেলবেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আরিয়ানের বিপক্ষে। প্রথম রাউন্ডে উভয়েই দুটি খেলায় অংশ নেবেন। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে খেলোয়াড়দের একটি খেলায় জয়, অন্যটিতে ড্র করতে হবে।

বিশ্বের সেরা দাবা খেলোয়াড়দের নিয়ে আয়োজিত নকআউট পদ্ধতির এ বিশ্ব দাবা ইভেন্টে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডি গুকেশসহ ২০৭ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন