জোবায়েদ হত্যার বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, জবি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৮: ৩৬
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৮: ৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন তাঁর নিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোর রক্ষা নাই’, ‘বর্ষা তোর রক্ষা নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’,

‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’— ইত্যাদি।

সমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”

আরেক শিক্ষার্থী রিনা আক্তার বলেন, “আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের কঠিনতম শাস্তি দেওয়া হোক। যেন আর কোনো জোবায়েদকে এভাবে প্রাণ দিতে না হয়।”

সমাবেশে উপস্থিত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফ রিপন বলেন, “পুলিশ যে ঘটনার বিবরণ দিয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তারা এখনো সঠিকভাবে তদন্ত করতে পারেনি। আমি দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন শাস্তি নিশ্চিত করা হোক। আমরা দোষীদের ফাঁসি চাই।”

উল্লেখ্য, জোবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

গত এক বছর ধরে জোবায়েদ পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামে একটি বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। বর্ষার বাবার নাম গিয়াসউদ্দিন। গত রোববার বিকেলে ওই বাসার তিনতলায় ওঠার সিঁড়িতে জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সিঁড়ির নিচ থেকে তিন তলা পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

জোবায়েদ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত