কুতুবদিয়ায় ২৫ কিলোমিটার সী বিচের অন্যতম ৩টি পয়েন্টে বেওয়ারিশ কুকুরের উপদ্রপে অতিষ্ঠ ভ্রমন পিপাসুরা। ঈদ কিংবা অন্যান্য উৎসবের দিনে বায়ু বিদ্যুৎ প্রকল্প,বড়ঘোপ সৈকত ও বাতিঘর এলাকায় হাজার হাজার নারী-শিশুর আগমণ ঘটে। অন্যকোন বিনোদন ব্যবস্থা গড়ে না ওঠায় সমুদ্র সৈকতে ঘুরতে যান পর্যটকরা।