কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু চক্র ড্রেজার মেশিনে রাতের অন্ধকারে কপোতাক্ষ নদের দশালিয়া, কাশিরহাট, জেলেখালি, চরামুখা, ঘড়িলাল ও শাকবাড়িয়া নদীর আংটিহারা, খাসিটানা, জোড়শিং, গাতিরঘেরি, মঠবাড়ি, তেতুলতলা, কালিবাড়ি এলাকা থেকে বালু তুলছে।
আওয়ামী লীগ সরকারের আমলে এসব পানির ট্যাংকি পাইয়ে দিতে দলের নেতাকর্মীরা সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান মেম্বরদের দোহাই দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে।