কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

উপজেলা প্রতিনিধি, কয়রা (খুলনা)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১৯
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২০

সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু চক্র ড্রেজার মেশিনে রাতের অন্ধকারে কপোতাক্ষ নদের দশালিয়া, কাশিরহাট, জেলেখালি, চরামুখা, ঘড়িলাল ও শাকবাড়িয়া নদীর আংটিহারা, খাসিটানা, জোড়শিং, গাতিরঘেরি, মঠবাড়ি, তেতুলতলা, কালিবাড়ি এলাকা থেকে প্রশাসনের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে। এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। বালু উত্তোলনের বৈধ অনুমতি না থাকায় অসাধু কয়েকটি চক্র

বালু বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও সরকারের কোষাগারে একটি টাকা জমা হচ্ছে না।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ২০২৪ সালে শ্যামনগর উপজেলার বাবু নামের এক ব্যক্তি সাতক্ষীরা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে গাবুরা ইউনিয়ন সংলগ্ন কপোতাক্ষ নদের জেলেখালি চরের এক একর জায়গা থেকে বালু উত্তোলন করে পাউবো ঠিকাদারদের কাছে বিক্রি শুরু করে। পরবর্তীতে চরামুখা, ঘড়িলাল, কাশিরহাট পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ইউএনও রুলী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজনের জেল জরিমানা দেন।

২০২৫ সালে সরকারিভাবে বালু উত্তোলনে কাউকে অনুমতি না দিলেও কয়েকটি অসাধু চক্র কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। উত্তোলিত এসব বালু বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের নদীর তীর সংরক্ষণের কাজে ব্যবহার করছে পাউবোর বেশ কয়েকজন ঠিকাদার। গাবুরা, পদ্মপুকুর, চরামুখা, ঘড়িলাল, গোলখালি, আংটিহারা, গাববুনি, হরিহরপুর, দশালিয়া, জোড়শিং, গাতিরঘেরিসহ পাউবোর বেড়িবাঁধে বিপুল পরিমাণ বালুভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে। প্লেসিং ব্লক তৈরির ১০/১৫টি মাঠে লক্ষ লক্ষ ফুট বালু দিয়ে ভরাট করে ব্লক তৈরির কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এম বিল্ডার্স কপোতাক্ষ নদের বালু দিয়ে কাশিরহাট গাববুনি, আংটিহারা বেড়িবাঁধে কাজ করছে।

সাব-ঠিকাদার খলিল, টুকু, ছলেমানসহ আরো অনেকে বালু দিয়ে মাঠ ভরাট ও জিও ব্যাগ ভর্তির কাজে নিয়োজিত রয়েছে বলে স্থানীয়রা জানায়। এম বিল্ডার্সের প্রতিনিধি সাব-ঠিকাদার টুকু জানান, ব্লক তৈরির মাঠ ভরাটের জন্য কপোতাক্ষ নদের বালু কেনা হয়েছে।

এছাড়া কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বালু দিয়ে কয়রা, শ্যামনগর ও আশাশুনির অভ্যন্তরীণ রাস্তাঘাট, হাটবাজার, খেলার মাঠ ব্যবহার করা হচ্ছে।

পাউবোর ১৪/১ পোল্ডারের শাখা কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ঠিকাদারের লোকজনেরা ব্লক নির্মাণের জন্য মাঠ ভরাট ও জিও ব্যাগে বালু ভরে নদীর কিনারে ফেলছে। তবে কোথা থেকে বালু আনা হচ্ছে তিনি তা জানেন না। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা দণ্ডনীয় অপরাধ। এ কাজে জড়িতের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত