গাজীপুরের কালিয়াকৈরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি পোশাক কারখানার মূল্যবান মালামাল লুট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) ভোর রাতে উপজেলার কালামপুরের 'ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড' পোশাক কারখানায়।
এই হামলার পর ল্যাভেন্ডার গার্মেন্টসে কর্মরত চীনা নাগরিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ হামলার পর থেকেই কারখানাটি বন্ধ রয়েছে। আতঙ্কে বিনিয়োগ কারী এবং কর্মরত চীনা নাগরিকরা বাংলাদেশ ছেড়ে চলে যেতে শুরু করেছেন।
সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহ্জাহান প্রমুখ। এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে সুজনের পায়ে গুরুতর জখম হয়েছে।