আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস কারখানার স্যাম্পল রুমে বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহ্জাহান প্রমুখ। এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে সুজনের পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারখানার ম্যানেজার (অ্যাডমিন) এম আর শিপু চৌধুরী বলেন, শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেন। সকাল ৯টায় হঠাৎ স্যাম্পল রুমে ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরিত হয়। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত হন। সামান্য আহত হন কয়েকজন। আহতদের প্রাথমিক চিকিৎসক দেয়া হয়েছে।

কারখানার বৈদ্যুতিক বিভাগের ইনচার্জ সোহেল রানা বলেন,

সকাল ৮টায় এসে যারা সুইচ অন করেছেন, হয়তো তারা খেয়াল করেনি সেটি পানি নিচ্ছে কিনা। বয়লার হিট হয়ে স্টিম-আউট লাইন ছেড়েছে। তখন বিস্ফোরিত হয়েছে। পানি ছিল না, নয়তো মোটর পানি টানতে পারেনি। এমনও হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...