আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টকর্মীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৪) নামে এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে টঙ্গীর মধুমিতা রোড এলাকার বিআরটি উড়াল সড়কের ঢালে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

নিহত মশিউর নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি গ্রামের মবিন চৌকিদারের ছেলে। তিনি টঙ্গী পাগার হাজী মার্কেট এলাকায় বিপুলের ভাড়া বাসায় বসবাস করে বিসিক জিন্স পলো গার্মেন্ট কারখানায় স্যাম্পলম্যান হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মশিউর বৃহস্পতিবার জরুরি কাজে ঢাকা যাচ্ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুমিতা রোডের বিআরটি উড়াল সড়কের ঢালে একদল ছিনতাইকারী তার পথরোধ করে। পরে তারা সাথে থাকা সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...