
বিএনপি অফিস ভাঙচুর করে ২২ নেতাকর্মীকে পিটিয়ে আহত
রামগতিতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর করার পর ২২ নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময়ে ভাঙচুর করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিনের নিজানের ছবি ও ব্যানার, ফ্যাস্টুন।
