সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা, মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩০০ ফিট সড়কে পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই খাইরুল ও আরোবি নিহত হন। আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক-অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। বৃহস্পতিবার সকালে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।