রূপগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ১১ নম্বর সেক্টর এলাকায় ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোযাত্রী ৩২ বছর বয়সী আরোবী আক্তার ও ২৫ বছরের খাইরুল ইসলাম। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাজধানীর কুড়িল থেকে যাত্রী নিয়ে কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। ৩০০ ফিট সড়কে পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই খাইরুল ও আরোবি নিহত হন। আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক ফখরুল ইসলাম ও সহকারী সাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত