ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৪৫

সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা, মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও সিএনজি চালক সজল ঘোষ (৫০)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিলো। এসময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও সিএনজি চালকের মৃত্যু ঘটে। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, ট্রাক-সিএনজি সংঘর্ষে মা মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ারসার্ভিসের টিম কাজকরছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তেরর জন্য পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত