
পশ্চিম তীরে এক কিশোরকে হত্যা করে লাশ দিচ্ছে না ইসরাইল
পশ্চিম জেনিন গভর্নরেটের সিলাত আল-হারিথিয়া গ্রামে ইসরাইলি বন্দুকধারীদের গুলিতে ১৬ বছর বয়সী মুহাম্মদ ইয়াদ আবাহরা নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনী মারা যাওয়া আবাহারার লাশও আটকে রেখেছে।

