পশ্চিম তীরে দখলদার ইসরাইলের নতুন করে আরো ৭৫০টিরও আবাসন ইউনিট নির্মাণ অনুমোদনের কঠোর সমালোচনা করেছে জার্মান সরকার।
বার্লিনে এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘জার্মান সরকার ইসরাইলের এমন পদ্ধতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। ২০২৫ সালে প্রায় ৩০,০০০ নতুন বসতি ইউনিট অনুমোদিত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’
তিনি আরো বলেন, ‘বসতি নির্মাণ কেবল আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে না, বরং আইসিজে (আন্তর্জাতিক বিচার আদালত) কর্তৃক দাবিকৃত দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্বের অবসানে বাধা সৃষ্টি করে।
দ্বি-রাষ্ট্র সমাধান বলতে ইসরায়েলের পাশাপাশি শান্তিপূর্ণভাবে বিদ্যমান একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে বোঝায়, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন।
বিবৃতিতে, জার্মান মুখপাত্র ইসরাইলি সরকারকে অবিলম্বে বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া বসতি সম্প্রসারণ বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিক বসতি সংযুক্তি এবং সাময়িক সংযুক্তি, এমন সব পদক্ষেপকেই কঠোরভাবে প্রত্যাখ্যানের কথা বলেছেন জার্মান মুখপাত্র।

