আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীরে এক কিশোরকে হত্যা করে লাশ দিচ্ছে না ইসরাইল

আমার দেশ অনলাইন
পশ্চিম তীরে এক কিশোরকে হত্যা করে লাশ দিচ্ছে না ইসরাইল
পশ্চিম তীরের হেবরনে অবৈধ বসতি স্থাপনকারীদের সাপ্তাহিক সফরে পাহারায় দাঁড়িয়ে থাকা ইসরাইলি সৈন্যরা। ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

যুদ্ধবিরতির মাঝে প্রতিনিয়তই সংঘাতে জড়াচ্ছে ইসরাইল। তারই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর মারা গেছে।

ফিলিস্তিনের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাফেয়ার্স এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জেনিন গভর্নরেটের সিলাত আল-হারিথিয়া গ্রামে ইসরাইলি বন্দুকধারীদের গুলিতে ১৬ বছর বয়সী মুহাম্মদ ইয়াদ আবাহরা নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনী মারা যাওয়া আবাহরা লাশও আটকে রেখেছে।

বিজ্ঞাপন

সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার গভীর রাতে ইসরাইলি বাহিনী সিলাহ আল-হারিথিয়ায় অভিযান চালায়; এসময় তারা ফিলিস্তিনিদের উপর তাজা গুলি ছুড়ে এবং স্টান গ্রেনেড ব্যবহার করে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ১,০৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, প্রায় ১১,০০০ জন আহত হয়েছে এবং প্রায় ২১,০০০ জনকে আটক করা হয়েছে।

গত জুলাই মাসে, এক ঐতিহাসিক রায়ে, আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলকে অবৈধ ঘোষণা করে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন